logo
আপডেট : 06, April 2023 19:13
রাতে হাসপাতালে নিয়ে গেলো স্ত্রী, সকালে সড়কের পাশে মিললো লাশ

রাতে হাসপাতালে নিয়ে গেলো স্ত্রী, সকালে সড়কের পাশে মিললো লাশ

জেপি নিউজ ২৪ ডটকমঃ

অসুস্থ্য স্বামীকে রাতে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্ত্রী।পরের দিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাওয়া গেলো স্বামীর লাশ।ঘটনার পর থেকে নিহত আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী ফিরোজা বেগমের কোন সন্ধান নেই।স্বামীর লাশ উদ্ধার ও স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাকে রহস্যজনক বলছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার(৬এপ্রিল)বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে রিক্সা চালক আব্দুল্লাহ আল মামুনের(৪০) লাশ উদ্ধার করে পুলিশ।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাগুরা জেলার বরইখালী গ্রামের মোতালেব মিয়ার ছেলে রিক্সাচালক আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের নারাঙ্গাই এলাকায় কাজু মিয়ার বাড়িতে তিন দিন আগে স্ত্রী ফিরোজাকে নিয়ে ভাড়া বাসায় উঠেন।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান চেয়ারম্যান বাড়ী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একজনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী।বাড়ির মালিক কাজু মিয়া সেখানে গিয়ে নিশ্চিত করেন মরদেহটি তার ভাড়াটিয়া রিক্সা চালক মামুনের।রাতের পর থেকে মামুনের স্ত্রী ফিরোজা বেগমেও নিখোঁজ রয়েছে।

বাড়ির মালিক কাজু মিয়া জানান,‘তিন দিন আগে মামুন তার বাসা ভাড়া নেয়। স্ত্রীকে নিয়ে থাকতো।বুধবার রাত ১১টার দিকে মামুনের স্ত্রী ফিরোজা বেগম তাকে  এসে বলেন মামুন খুবই অসুস্থ।এরপর নিজের রিক্সা নিয়ে কাজু মিয়া অসুস্থ মামুন ও ফিরোজাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান।স্বামী স্ত্রী হাসপতালের ভেতরে গেলে রিক্সা নিয়ে কাজু মিয়া বাড়িতে ফিরে আসেন।

কিন্তু বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে এদের কোন খোঁজ পাওয়া যায়না।হাসাতালের ভর্তি রেজিস্টার্ড খাতাতেও আল মামুনের নাম নেই।বিষয়টি রহস্যজনক মনে হলে তাৎক্ষনিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলামকে অবগত করেন কাজু।এরপর জানতে পারেন ঢাকা-আরিচা মহাসড়কে একজনের লাশ পাওয়া গেছে।সেখানে গিয়ে মরদেহটি মামুনের বলে সনাক্ত করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর রউফ সরকার জানান,  লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে তদন্ত চলছে। আগেই কিছু বলা যাচ্ছে না।

জেপি/নি-৬/ডেস্ক