logo
আপডেট : 06, April 2023 17:57
ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে সরকার

ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে সরকার

জেপি নিউজ ২৪ ডটকম:

জনস্বার্থে প্রয়োজন মনে করলে অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে সরকার ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বিলটি জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করেন।পরে এ বিষয়ে একটি বিল আনা হয়েছে সংসদে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিলটি  পরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে পাঠানো হয়।

এ বিলের আওতায় আইন ভেঙে ধর্মঘট করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।  এতে বলা হয়েছে, বে-আইনি ভাবে কোনো ব্যক্তি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।  একই সাথে সরকার প্রয়োজন মনে করলে, কোনো প্রতিষ্ঠানকে জনস্বার্থে লকআউট ও লে-অফ নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। অ্যাসেনসিয়াল সার্ভিসেস (মেইনটেন্স) অ্যাক্ট ১৯৫৮ সালের এবং ওই সালের  অ্যাসেনসিয়াল সার্ভিসেস (সেকেন্ড) অর্ডিন্যান্স রহিত করে নতুন এ আইন করা হচ্ছে।

জেপি নিউজ ২৪ ডটকম/শ