logo
আপডেট : 06, April 2023 13:56
৬২ রানে এগিয়ে আছে বাংলাদেশ

৬২ রানে এগিয়ে আছে বাংলাদেশ

জেপিনিউজ২৪ডটকম: 

দ্বিতীয় দিন শেষে ইনিংস পরাজয়ের শঙ্কায় থাকা আইরিশদের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন হ্যারি টেক্টর এবং পিটার মুর। তবে তা ভেঙ্গে দেন শরিফুল। প্রথম সেশন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৩ রান।

সাকিব-তাইজুলের স্পিন ঘূর্ণীতে দ্বিতীয় দিন শেষে ১৩ রানেই ৪ উইকেট হারায় আয়ারল্যন্ড। তবে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা টেক্টর এবং মুর মিলে দলের খাতায় যোগ করেন ৩৮ রান। তৃতীয় দিনের বাংলাদেশের স্পিন আক্রমণ কাজে না আসলে ১৩ ওভার পর শরিফুলকে বোলিংয়ে আনেন ক্যাপ্টেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারে সাফল্যও পেলেন পেসার শরিফুল ইসলাম। পিটার মুরকে ফিরিয়ে ভাঙেন আইরিশদের প্রতিরোধ। মুরকে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। দলীয় পঞ্চাশ পেরোনোর পরপর ১৬ রানে ফিরলেন মুর।

তবে আরেক প্রান্ত আগলে রেখেছেন টেক্টর। এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের রান ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩। ৪৩ রান নিয়ে ব্যাট করছেন হ্যারি টেক্টর এবং ২৪ রান নিয়ে উইকেটে রয়েছেন লরকান টাকার। এখনও ৬২ রান পিছিয়ে আছে আইরিশরা। সাকিব এবং তাইজুল নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট শরিফুলের।