logo
আপডেট : 05, April 2023 19:46
তাইজুল-সাকিবের স্পিন ঘূর্ণিতে বিপদে আয়ারল্যান্ড

তাইজুল-সাকিবের স্পিন ঘূর্ণিতে বিপদে আয়ারল্যান্ড

জেপি নিউজ ২৪ ডটকম :   

মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকের সেঞ্চুরি এবং সাকিব-মিরাজের হাফ সেঞ্চুরিতে ভর করে ৩৬৯ রানে পৌছায় বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে টাইগারদের লিড ১৫৫ রান। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান আর তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

তবে শেষ বিকেলে ১০.৩ ওভার কাটিয়ে দিয়েছেন হ্যারি টেক্টর আর পিটার মুর। মাত্র ১৪ রান যোগ করলেও উইকেট টিকিয়ে রেখেছেন তারা । দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৭ রান করে আইরিশরা। ইনিংস পরাজয় এড়াতে আরও ১২৮ রান করতে হবে সফরকারীদের।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশি দুই স্পিনারের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন সাকিব আল হাসান। চতুর্থ বলটি সরাসরি আইরিশ ওপেনার জেমস ম্যাককলামের প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার আলিম দার সাকিবের আবেদনে সাড়া দেননি।

টাইগার অধিনায়ক এক মুহূর্ত বিলম্ব না করে নিয়ে নেন রিভিউ। রিভিউতে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। শূন্যতে এলবিডব্লিউ হন ম্যাককলাম, ১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা।

এরপর তাইজুল ইসলামের বল প্যাডে লাগে মুরে কমিন্সের, দলীয় ৭ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের। আবেদনে সাড়া দেন আম্পায়ার। কমিন্স রিভিউ নিলেও রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের ওপরের অংশে লাগতো। আম্পায়ার্স কলে ফিরতে হয় কমিন্সকে (১)। এরপর তাইজুল বোল্ড করেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে (৩)। এরপর সাকিবের দ্বিতীয় শিকার হন কুর্তিস ক্যাম্ফার। ক্যাম্ফারের (১) ব্যাটে বলের হালকা ছোঁয়া লেগে সেটি চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৮০.৩ ওভারে অলআউট হয়েছে ৩৬৯ রানে। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন মিরাজ। ৮০ বলে ৫৫ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার।

আইরিশ বোলারদের মধ্যে অ্যান্ডি ম্যাকব্রিন ১১৮ রান দিয়ে একাই শিকার করেন ৬ উইকেট। বাংলাদেশ বড় লিড আসে মুশফিকুর রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে। আস্তে আস্তে ইনিংস বড় করছিলেন তিনি। তবে আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনকে তুলে মারতে গিয়ে লংঅনে ক্যাচের শিকার হন মুশফিক।

১৬৬ বলে গড়া মুশফিকের ১২৬ রানের চোখ ধাঁধানো ইনিংসটিতে ছিল ১৫ বাউন্ডারি আর ১টি ছক্কার মার। তিনটি জুটিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। সাকিবের সঙ্গে ১৫৯, লিটনের সঙ্গে ৮৭ আর মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৪৫ রান যোগ করেন মিস্টার ডিপেন্ডেবল।

 

জেপি নিউজ ২৪ ডটকম