logo
আপডেট : 05, April 2023 14:47
মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

জেপি নিউজ ২৪ ডটকমঃ

মিরপুর টেস্টের প্রথম দিনে দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে থেকেই আজ দ্বিতীয় দিনে মাঠে নামেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তারা। ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। তবে মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে ১৩ চার এবং ১ ছয়ে ১৩৬ বলে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি করেন মুশফিক। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের এটি দশম সেঞ্চুরি।

৩৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরত যান মুমিনুল। দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালেও ব্যাটিংয়ে নেমে মুশফিককে নিয়ে শুরুটা ভালো করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। মুশফিকের সাথে ১৫৯ রানের পার্টনারশিপের পর দলীয় ১৯৯ রানে ৯৪ বল খেলে ব্যক্তিগত ৮৭ রান করে আউট হন সাকিব। সাকিবের বিদায়ের পর মাঠে নেমেই টিটোয়েন্টির মেজাজে ব্যাটিং শুরু করেন লিটন। ৪১ বলে ৮ টি বাউন্ডারির মাধ্যমে ৪৩ রান করে আউট হন তিনি। মুশফিকুর রহিম ১৪৭ বলে ১১৭ রানে অপরাজিত আছেন। অপর দিকে মিরাজ অপরাজিত আছেন ৬ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৯৮ রান।