logo
আপডেট : 04, April 2023 22:19
মানিকগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মানিকগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

জেপি নিউজ ২৪ডটকম: 

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।নিয়ম অনুযায়ী পণ্যের মূল্য তালিকা না থাকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করে ক্রেতাদের কাছে 

অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল । 

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অভিযান চলাকালে ‌জেলার সিংগাইর বাজারের মিলোনিয়াম ট্রেডার্সকে ১০ হাজার, বায়রা বাজারের দেওয়ান ট্রেডার্স তিন হাজার, মায়ের দোয়া স্টোরকে পাঁচ হাজার, শংকর ষ্টোরকে তিন হাজার ও সোহাগ ষ্টোরকে দুই হাজার জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন,

ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষায় জেলার সিংগাইর ও বায়রা বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাংস, গ্যাস সিলিন্ডার, তৈরি পোষাক, প্রসাধনী ও ফলের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অধিক মূল্যায়ন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও সিংগাইর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেপি নিউজ ২৪ডটকম/শ