জেপি নিউজ২৪ ডটকম:
সাবেক পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর আদালতে আত্মসমর্পণ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় গত সোমবার (৩ এপ্রিল) ব্যক্তিগত বোয়িং বিমানে করে সেখানে পৌঁছেন তিনি।
নিউ ইয়র্ক পৌছেই তিনি চলে যান ট্রাম্প টাওয়ারে। আদালতে অভিযোগের মুখোমুখি হওয়ার আগে সেখানেই তিনি রাত কাটাবেন বলে ধারণা করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের মামলার শুনানি হবে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে। তবে অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের উপস্থিতি ঘিরে শুধু ম্যানহাটন নয়, পুরো নিউইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরের আগেই ট্রাম্প টাওয়ারের আশপাশে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্প টাওয়ারসহ ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউজুড়ে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
সেখানে দেখা গেছে ট্রাম্পের কয়েকজন সমর্থককেও। বিভিন্ন রকমের ব্যানার হাতে বিক্ষোভ করতে দেখা যায় তাঁদের। সমর্থকদের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে এই রায় উদ্দেশ্যপ্রণোদিত। ষড়যন্ত্রের অংশ। আগামী বছরের নির্বাচনে জিতে ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়া আটকাতেই এই রায় দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন বলেন, ‘ড্রোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে এখানে এসেছি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। পরবর্তী প্রেসিডেন্টও হবেন তিনি।
জেপি নিউজ/