logo
আপডেট : 18, March 2023 18:21
৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল পেলো ১শ’ শিশু

৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল পেলো ১শ’ শিশু

জেপি নিউজ ২৪ ডটকমঃ

মানিকগঞ্জে চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও টি শার্ট পেলেন একশো শিশু।শনিবার(১৮ মার্চ)দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া খেলার মাঠে সামাজিক সংগঠন  চিলড্রেন ফর বেটার ফিউচার-এর উদ্যোগে এই বাইসাইকেল, স্কুল ব্যাগ ও টি শার্ট বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র মো.রমজান আলী,এ্যাডভোকেট জামাল উদ্দিন, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী, বালিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মো.জহির উদ্দিন, বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মুহাম্মদ সফিউদ্দিন, খাবাশপুর আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফা  এবং নবাবগঞ্জ ডিএন কলেজের অবসর প্রাপ্ত প্রফেসর এম এ মান্নান বক্তব্য রাখেন।

রমজান আলী বলেন, জামাতে নামাজ আায়ের মাধ্যমে গরিব ও অসহায় শিশুরা সাইকেল পেয়েছে।এতে তাদের সাইকেলও হলো।অপর দিতে ধর্মীয় কাজ শেখা হলো।সাইকেলের মাধ্যমে সহজে স্কুল কলেজ ও বিভিন্ন কাজের জন্য যাতায়াত করতে পারবে তারা।সেই সাথে শিশুরা ধর্মীয় জ্ঞান নিয়ে দেশ ও পরিবারের জন্য কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে শিশুরা।

স্কুল শিক্ষার্থী বড়লা সাতানিয়া এলাকার সোহান মোল্লা জানায়,স্কুলে পড়ার পাশপাশি মাঝেমধ্যে মসজিদে যেতাম। এখন নিয়মিত মসজিদে যাই এবং শুদ্ধভাবে নামাজ পড়া শিখতে পারি। সাইকেল পেয়ে ভালো হয়েছে। এখন আর আগের মতো হেটে হেটে প্রাইভেট, স্কুলে যেতে হবেনা। মন চাইলে ঘুরতেও পারবো সাইকেল নিয়ে।

প্রসঙ্গত,২০১৩ সালের ১লা জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া ইউনিয়নের স্কুল পড়ুয়া ১৮০জন শিশু-কিশোররা সামাজিক সংগঠনের উদ্যোগে ৪০দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার জন্য নিবন্ধন করেন।এর মধ্যে একশজন নিয়মিত জামাতে নামাজ পড়ায় তাদেরকে বাইসাইকেল, বাকি ৫০জনকে স্কুলের ব্যাগ এবং অংশ গ্রহনকারি প্রত্যেক শিশুকে টি-শার্ট প্রদান হয়েছে। এছাড়াও স্থানীয় ১১টি মসজিদের ইমামকে বিশেষ সম্মাননা প্রদান করাও হয়।

জেপি/নি ১৮/ডেস্ক