logo
আপডেট : 15, March 2023 11:56
ঐতিহ্য টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে

ঐতিহ্য টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে

জেপি নিউজ ২৪ ডটকমঃ

জেপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ বলেছেন,‘আমাদের গ্রামীণ ঐতিহ্য গুলো টিকিয়ে রাখতে হবে।এর জন্য সাধ্যনুযায়ি সবাইকে এগিযে আসতে হবে। প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতাও।

মঙ্গলবার(১৪ মার্চ)রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে বাৎসরিক দোল ও জামাই মেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুব সমাজ যাতে বিপদগামী না হয় এজন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলা আয়োজন করতে হবে।বাঙ্গালা মুক্তা সংঘ ৩০০ বছরের ঐতিহ্যবাহী মেলা টিকিয়ে রাখার যে উদ্যোগ তা সত্যিই প্রশংসার দাবিদার।এমনটিভাবে প্রতিটি এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

এসময় অন্যান্যের মাঝে পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ হারুন অর রশিদ, শিবালয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেপি গ্রুপের উপদেষ্টা এস.এম বাবুল হোসেন বাবু, জেপি গ্রুপের আইন উপদেষ্টা অ্যাডভোকেট রুবেল হোসেন, জেপি নিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক বি.এম খোরশেদ, নির্বাহী সম্পাদক মারুফ হোসেন, বাঙ্গালা মুক্তা সংঘের সভাপতি কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জীবন খন্দকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বাঙ্গালা মুক্তা সংঘের আয়োজনে দুই দিনব্যাপী দোল ও জামাই মেলা উপলক্ষ্যে ঘৌর দৌড়, যাত্রাপালা, খেলাধূলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।