logo
আপডেট : 09, March 2023 17:16
মানিকগঞ্জে পাম্প মালিকের ১৫ লাখ টাকা ছিনতাই

মানিকগঞ্জে পাম্প মালিকের ১৫ লাখ টাকা ছিনতাই

জেপি নিউজ ২৪ডটকম:

মানিকগঞ্জে দিনে দুপুরে এক পেট্টোল পাম্প মালিকের ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের নয়াকান্দি ব্রীজের কাছে এ ছিনতাইয়ের ঘটে। পাম্প মালিক টাকাগুলো নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন্স ফিলিং স্টেশনের মালিক সোহবার হোসেন জানান, পাম্পের তেল বিক্রয়ের ১৫ লাখ টাকা ব্যাংকে রাখার জন্য বৃহস্পতিবার সকালে তিনি মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ শহরের যাচ্ছিলেন।

মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রীজের কাছে পৌছলে বেলা সাড়ে ১০টার দিকে তিনটি মোটরসাইকেল করে ৫/৬জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে।

এর পর তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে মোটরসাইকেল থেকে পরে গেলে তার কাছে থাকা ১৫ লক্ষ টাকাসহ ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এদের মধ্যে দুইজনকে সে চিনতে পেরেছে। এরা হলো সদর উপজেলার বড় সরুন্ডী গ্রামের আঃ রশিদ এর ছেলে মোঃ জিসান (২৩) ও একই গ্রামের মোঃ রহিজ উদ্দিন এর ছেলে মোঃ রবিউল ইসলাম।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান টাকা ছিনতাইয়ে ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ী অভিযোগ আমলে নিয়ে আসামীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেস্টা চলছে।