logo
আপডেট : 19, February 2023 22:08
গুলশানে আবাসিক ভবনে ভয়াবহু আগুন, আটকা পড়েছে বহু মানুষ

গুলশানে আবাসিক ভবনে ভয়াবহু আগুন, আটকা পড়েছে বহু মানুষ

জেপি নিউজ ২৪ ডটকমঃ

রাজধানীর গুলশান- নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে ভয়াবহু আগুন লেগেছে।সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে এঘটনা ঘটে।প্রথমে ৭ তলায় আগুনের সূত্রপাত হয়।এরপর অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।বেশ কয়েকটি পরিবার এই ভবনে বসবাস করেন।আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। আগুনে বহু হতাহুতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছে।বেশ কয়েকজন প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধারে চেস্টা চালাচ্ছে।আগুনে আটকা পড়াদের স্বজনরা ভবনের সামনে জড়ো হয়েছেন।তারা স্বজনদের বাঁচাতে কান্নাকাটি করছেন।

তবে উৎসুক জনতার ভীড়ে আগুন নিয়ন্ত্রন কাজ ব্যহৃত হচ্ছে।সময় যতই যাচ্ছে ততই আগুন ভয়াবহু রুপ নিচ্ছে।

সর্বশেষ রাত ১০টায় খবর লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ভবনের আশপাশ। কারণে কাজ করতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স

ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি

তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত নারীসহ ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়

জেপি/নি-১৫/ডেস্ক