ফুটবলকে বিদায় বলে দিলেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার জোয়াও মিরান্দা। বুধবার (১১ জানুয়ারি) টুইটারে পোস্ট করে অবসরের সিদ্ধান্ত জানান তিনি।
পেশাদার ফুটবলে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়েও খেলেছিলেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
সবাইকে ধন্যবাদ জানিয়ে জোয়াও মিরান্দা লিখেন, ‘মুহূর্তটি এসে গেছে। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তোমাকে অনেক ধন্যবাদ, ফুটবল!’
আতলেতিকো মাদ্রিদের হয়ে হয়ে ২০১৩-১৪ মৌসুমে লা লিগা জয় ও সে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছিলেন মিরান্দা। এছাড়া এই ক্লাবে যোগ দেওয়ার আগে স্বদেশী ক্লাব সাও পাওলোর হয়ে জেতেন টানা তিনটি লিগ শিরোপা।
ব্রাজিলের জার্সিতে ২০০৯ সালে অভিষেক হয় এই ডিফেন্ডারের। খেলেন ৫৮টি ম্যাচ। জাতীয় দলের হয়ে জেতেন ২০০৯ কনফেডারেশন্স কাপ ও ২০১৯ সালে কোপা আমেরিকা।