১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১ টায় সেখানে পৌঁছান তিনি।

কায়রোতে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী প্রৌকশলী মোহাম্মদ শিমি।পরে প্রধান উপদেষ্টা মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ২০ মিনিটের দিকে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বৈঠকে নেতারা অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরি করতে মিলিত হবেন।

ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন যা, ডেভেলপিং-৮ নামেও পরিচিত। সংস্থাটি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর, মালয়েশিয়া,নাইজেরিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।

জেপি/নি-১৭/প