আওয়ামী লীগ শাসন আমলে ‘দুঃশাসন’ নিয়ে ওয়েব ফিল্ম তৈরি করেছেন মোস্তফা সরয়ার ফারুকি। আগামী ১৩ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘৮৪০’ ওরফে ’ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ এর ট্রেলার।
এ প্রসঙ্গে নির্মাতা ফারুকি বলেছে, এটার সুটিং করেছি ২০২৩ সালের নভেম্বর মাসে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আমরা সব সময় আশঙ্কার মধ্যে থকাতাম। এটা যদি কেউ টের পেয়ে যায় তাহলে আমাদের কী হবে!
নওগাঁয় শুটিংয়ের ঘটনা উল্লেখ করে ফারুকী বলেন, একদিন শুটিংয়ের সময় বলেছিলাম যে জেলা পর্যায়ের ডিসি অফিসে সাধারণত কোন ধরনের মানুষ থাকেন, তাঁদের আনা হোক। প্রবীণ বেশ কয়েকজন মানুষকে আনা হয়। আমরা শুটিং করছি। শুটিংয়ে সংলাপ ছিল, 'নির্বাচন ছাড়াই মেয়র ডাবলুকে আরও পাঁচ বছর রেখে দেওয়া হোক'। এই সংলাপ শুনে পাশে বসা ওই শহরের এক প্রবীণ ব্যক্তি হঠাৎ করে কাউকে কিছু না বলে গোমড়া মুখে উঠে চলে গেলেন। আমি মনিটর দেখে আতঙ্কিত হলাম কী ব্যাপার। কিছুক্ষণ পর জানতে পারলাম, যিনি উঠে গেছেন তিনি আওয়ামী লীগের সঙ্গে যুবই ঘনিষ্ঠভাবে জড়িত। যাওয়ার সময় একজনকে বলে গেছেন, ট্রান মোস্তফা সরয়ার ফারুকী) কি চালাক? উনি মনে করছে আমরা বোকা, আমরা বুঝি না উনি কী নিয়ে শুটিং করছেনা (হাসি) এর পর থেকে সত্যি আমি আশঙ্কায় ছিলাম, করে না জানি আবার ফাঁস হয়ে যায় সবকিছু। যা-ই হোক ঠিকঠাকমতো শুটিং করতে পেরেছিলাম।'
নিজের নির্মাণকে আওয়ামী দুঃশাসনের এক্সরে রিপোর্ট সম্বোধন করে বলেন, এটা ঠিক যে ট্রেলার দেয়ে দর্শক যেমন বুঝতে পারছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।'
প্রসঙ্গত, ‘৮৪০’ -এ অভিনয় করেছেন নাসির উদ্দিন যান, ফজলে রহমান বাবুসহ অনেক গুণী অভিনেতা-অভিনেত্রী।
জেপি/নি-৯