ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে এলেন। ইতোমধ্যেই বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
আজ সোমবার ৯ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১১ টার দিকে এই বৈঠক শুরু হয়। এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীন। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বৃষ্টির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের । বৈঠক শেষে আজ রাতেই ঢাকা ছাড়বেন তিনি। এর আগে আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি ঢাকা অবতরণ করেন।
জেপি/নি-৯/প