বর্তমান সময়ে আমরা সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করি। কারো সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, মুভি দেখার মতো কাজ এখন স্মার্টফোনেই।
তবে স্মার্টফোন পুরোনো হয়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হলো ফোনের স্পিকার শব্দ কমে যাওয়া। ফোন কিছু দিন পুরোনো হয়ে গেলেই এই ঝামেলায় পড়তে হয়। ফোনের স্পিকারের শব্দ সময়ের সঙ্গে খুব ধীর হতে থাকে। এর ফলে ফোনের কথা শুনতে কষ্ট হয়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে না। বাসায় কয়েকটি কাজ করলে সেরে যেতে পারে এই সমস্যা।
যদি স্পিকার থেকে ধীরগতিতে শব্দ শোনা যায় তাহলে বুঝতে হবে যে স্পিকারে ময়লা আছে। তাই প্রথমেই স্পিকারে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে।
এরপর আপনার ফোনের সেটিংসে যান। সেখানে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন বা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনস-এর অপশন পাবেন। এটা সম্ভব যে এই বিকল্পটি কারো ফোনে অন্য নামে থাকতে পারে। এখানে ভলিউম অপশনে ক্লিক করলে স্লাইড বার দেখা যাবে। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। এখানে রিংটোন, মিডিয়া, অ্যালার্ম, বিজ্ঞপ্তির জন্য অন্যান্য অপশন পাওয়া যাবে।
এই সব সিলেক্ট করার পরেও যদি কারো ফোনের স্পিকারের শব্দ একই থাকে, তাহলে তাকে আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে। কেউ প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন। এই ধরনের আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়।
জেপি/নি-৭/প