বিশ্বের সবচেয়ে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানীর ঢাকা।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুমান সূচক) স্কোর ছিল ২৫৪। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
বায়ু দূষণের এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২২৪। ২১১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে মঙ্গোলিয়ার শহর উলানবাটার। ২০১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভারতের কোলকাতা এবং ১৯৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের করাচি।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানায়।
জেপি/নি-৫/প