বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। গুরুত্বপূর্ণ নানা কাজ থেকে শুরু করে অবসর বিনোদন সবকিছুই আমাদের স্মার্টফোনের ওপর নির্ভর করতে হয়। তবে এই ফোন ব্যবহার করতে গেলে যে বিরক্তির সম্মুখীন হতে হয় তা হলো স্প্যাম কল এবং মেসেজ।
ধরুন আপনি অনেক তাড়াহুড়োর মধ্যে আছেন। এমন সময় আপনার ফোনে কল আসল। আর সেটা স্প্যাম কল। তখন আর রিক্তির সীমা থাকে না।
আজ চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই স্প্যাম কল ঠেকাতে পারবেন
অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা যায়। অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা। প্রথম এবং সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে কলগুলোকে ব্লক করে স্প্যাম কল থেকে নিজেকে বাঁচাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য কিছু সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে।
স্প্যাম কল ম্যানুয়ালি ব্লক করা। কেউ যদি স্প্যাম কলগুলো ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এজন্য প্রথম ধাপে, নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডায়ালার খুলতে হবে এবং যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের একটি বিকল্প পাওয়া যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিশ্চিতকরণের জন্য ক্লিক করতে হবে।
জেপি/নি-১/প