সম্পর্কে প্রতারণা নতুন কোনো বিষয় নয়। এটি আগেও ছিল। তবে বর্তমান সময়ে এটি ব্যাপক আকার ধারণ করেছে। বিয়ের পরও প্রতারণার ঘটনা নতুন নয়, অহরহই ঘটছে।

তবে এসবের পেছনে রয়েছে নানা কারণ। আজ চলুন জেনে নেওয়া যাক এ বিষয় সম্পর্কে:

১. অনেকেই আছে যারা সঙ্গীর সঙ্গে প্রতিশোধপ্রবণ মনোভাব থেকে প্রতারণা শুরু করে। ধরুন কেউ কোনো সম্পর্ক করতে গিয়ে কোনো করণের নিজেই প্রতারণার শিকার হয়েছে সে সেই রাগ পুশে রাখে। সেই রাগের প্রতিফল পড়ে পরের সম্পর্কে। আর যার কারণে সঙ্গীকে প্রতারণ করে।

২. বহুদিনে একই সম্পর্কে আবদ্ধ থাকলে অনেকেই একঘেয়েতো বোধ করেন। এর কারণে তারা সম্পর্ক  থেকে সরিয়ে নেওয়ার জন্য অন্য মানুষের দিকে ঝুঁকতে থাকে।

৩. চলমান সম্পর্কে কেউ যদি খুশি না হয়। তাহলে সে আরেকটি সম্পর্কে  আশ্রয় নেন। আর সেই কারণে পুরোনো সঙ্গীর সঙ্গে প্রতারণা শুরু করেন।

৪. যদি হঠাৎ করেই বর্তমান সঙ্গীকে ভালো না লাগতে শুরু করে। কিন্তু কিছুতেই তাঁকে ছাড়া না যায় তখন মানুষ প্রতারণার সাহায্য নিয়ে সেই সঙ্গীকে দুরে সরিয়ে দেয়।

জেপি/নি-২৮/প