মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর):
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বেনাপোলে নিহত শহিদ আব্দুল্লাহ ও সকল শহিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান এর সভাপতিত্ব এতে প্রাধান অতিথি ছিলেন, এডিসি (সার্বিক) এসএম শাহিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, বেনাপোল ফায়ার স্টেশন অফিসার বায়েজিদ বোস্তামী ও উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কামার সাহা।
এ সয়ম আরো উপস্থিত ছিলেন, শহিদ আব্দুল্লা'র পিতা আব্দুর জব্বার, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খাইরুজ্জামান মধূ, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, বিএনপির কেন্দ্র কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেল জামায়াত ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর মাওলানা, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাইমিনুল সাগর, শার্শা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান। শার্শা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ররেন্দ্র কুমার ঘোস, নাভারণ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউব প্রমুখ।
অনুষ্ঠান শেষে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদ আব্দুল্লাহ-সহ সকল শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।
জেপি/নি-২০/এমএইচ