মো. খোকন, ব্রাহ্মণবাড়িয়া:
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, কার্গো টার্মিনাল নির্মাণের জন্য আশুগঞ্জ নৌবন্দরকে হাব হিসেবে নির্বাচন করা হয়েছে। এটি বাংলাদেশের একমাত্র হাব। আগে এটি পরিপূর্ণ বন্দর ছিল না। এর মাধ্যমে এটি পরিপূর্ণতা পাবে এবং নৌবাণিজ্যে লাভবান হবে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।
নৌবন্দরে কার্গো টার্মিনালটি নির্মিত হলে নৌপথে বাণিজ্যের আরও প্রসার ঘটবে বলে জানিয়েছেন তিনি।
নৌ উপদেষ্টা আরও বলেন, অনেকদিন থেকেই আশুগঞ্জে কার্গো টার্মিনাল করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছিল। আরেকটি বিষয় হলো- বিশ্বব্যাংক যখন অর্থায়ন করে, তখন তারা না দেখে করে না। তারা যদি মনে করে এটা লাভজনক, তখনই তারা অর্থায়ন করে।
জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে নৌবন্দরে নতুন কার্গো টার্মিনাল নির্মাণ করছে বিআইডব্লিউটিএ। নতুন এ টার্মিনালে তিনটি জেটি ও স্টোরেজ শেডসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। আগামী বছর প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়াও এখানে সাইলোসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান আছে। এই সকল প্রতিষ্ঠানসমূহ বাণিজ্যের ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হবে।
কার্গো নির্মাণ পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, আশুগঞ্জ কার্গো টার্মিনাল প্রকল্পের পরিচালক আইয়ূব আলী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন সুলতানা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেপি/নি-১১/এমএইচ