মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির ৪৭ তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। খবর বিবিসির।

ভোট গণনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি এক ভাষণ মঞ্চে হাজির হয়ে ট্রাম্প বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।

ট্রাম্প বলেন, আমেরিকান  নাগরিকদের জন্য এটি বিশাল জয়। এ জয় আমাদের আমেরিকাকে আবারও মহান করতে দেবে।

যদিও আনুষ্ঠানিক ভাবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট অর্জন করতে পারেন নি ট্রাম। তারপর নিজেকে জয়ী ঘোষণা করলেন এই সাবেক প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন,  আমরা আমাদের দেশকে সুস্থ ও শক্তিশালী করে তুলতে সাহায্য করতে যাচ্ছি। সেই সাথে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি সীমান্ত সমস্যার সমাধান করবেন। তিনি ও তার দল একটি বিশেষ উদ্দেশ্যে ইতিহাস সৃষ্টি করেছেন।

প্রসঙ্গত, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দুই হেভিওয়েট প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস । শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৬৬টি  ইলেকটোরাল ভোট  নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলা পেয়েছেন ২২৪টি।

জেপি/নি-৬/প