৭ নভেম্বরের মধ্যে বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করবে আদানি

আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া ৮৫০ মিলিয়ন ডলার পরিশোধ না করা হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বকেয়া পরিশোধ না করায় ইতোমধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে এনেছে ভারতের আদানি গ্রুপ। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে দিনে গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে বাংলাদেশ। যা গত বুধবার পর্যন্ত গড়ে এক হাজার মেগাওয়াটের বেশি ছিল। 

এর আগে, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল আদানি গ্রুপ। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণে ব্যর্থ হয় বিপিডিবি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

আদানি ছাড়াও দেশের কয়লাভিত্তিক বড় দুই বিদ্যুৎকেন্দ্র এস আলম ও রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকেও উৎপাদন কমেছে।

বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াটের বেশি। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা গড়ে ১৩ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট। তবে উৎপাদন সক্ষমতা থাকলেও দেশে বিদ্যুৎ উৎপাদন কমছে প্রতিনিয়ত।

জেপি/নি-৩/এমএইচ