৮৬ বছর বয়সে মারা গেলেন ‘টারজান‘ চরিত্রের জনপ্রিয় অভিনেতা রন এলি। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে মারা যান তিনি।

বুধবার (২৩ অক্টোবর) রন এলির মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ক্রিশ্চেন কাসালে এলি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষ হারিয়েছে আর আমি হারিয়েছি বাবা।’

প্রসঙ্গত, ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন রন এলি। ৬০ এর দশকে টেলিভিশনে টারজান চরিত্রে অভিনয় করে পরিচিতি পান রন এলি। টারজন চরিত্রে অভিনয় করার সময় রনের বেশ কয়েকটি হাড় ভেঙে ছিল এমনকি পশুদের আক্রমণের শিকারও হয়েছিলেন তিনি। 

এরপর ১৯৮০ সালে ক্রুজ শিপভিত্তিক কমেডি দ্য লাভ বোট এবং অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডামহ বিনোদনমূলক বেশ কিছু শোতে অভিনয় করেন। ২০০১ সালে তিনি অভিনয় থেকে অবসরে যান।

অবসরে গিয়ে থেমে থাকেননি রন। শুরু করেন লেখা লেখি। দুটি রহস্য উপন্যাসও প্রকাশ করেন তিনি।

জেপি/নি-২৪/প