প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীতে ইউপি চেয়ারম্যানের নির্দেশ হামলার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন আশরাফুল আলম নামে এক ব্যক্তি।

মঙ্গলবার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ।

ভুক্তভোগী আশরাফুল আলম বকুল উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজা থানা ভাষারভিটা এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)'র চাল বিতরণকে কেন্দ্র করে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্দেশে হামলার ঘটনা ঘটেছে। এতে আশরাফুল আলমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে৷

এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মমিনুল ইসলাম (৪০), আমিনুল ইসলাম (৪৫), শামিম মিয়া (২৫), সাগর মিয়া (১৯), থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন (৪৮)-কে অভিযুক্ত করে থানায় অভিযোগ দাখিল করেছেন আশরাফুল।

লিখিত অভিযোগে আশরাফুল আলম উল্লেখ করেছেন, থানাহাট ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের মালামাল বিতরণে অনিয়ম করায় বিষয়টি এলাকায় জানাজানি হয়ে ওইসব কার্ডের মালামাল দেয়া বন্ধ থাকে। গতকাল থানাহাট ইউনিয়ন পরিষদে এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা ৫-৬ জন আসামি ভিজিডি কার্ডের মালামাল দেয়া শুরু করে। ওইদিন দুপুরে আমি ও আশরাফুল ইসলামসহ এলাকার আরো অনেকে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে দেখি আসামিগণ উক্ত ভিজিডি কার্ডধারীদেরকে মালামাল বিতরণ করছেন।

ওই সময় আমি সহ আমার সাথের গণ্যমান্য ব্যক্তিরা সঠিক ভাবে মালামাল বিতরণ করার কথা বললে অভিযুক্ত আসামীরাসহ অজ্ঞাত কয়েকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবদ্ধ হয়ে হাতে লাঠিসোঁটা, লোহার রড, কাঠের বাতা, ধারালো ছোরা, দেশীয় তৈরি অস্ত্র হাতে নিয়ে আমাদের উপর চড়াও হয়। তখন আমাদের সাথে আসামিদের কথাকাটাকাটি তর্কবিতর্ক শুরু হয়। সে সময় ইউপি চেয়ারম্যানের হুকুমে আসামিরা আমাদেরকে ধরে লাঠিসোঁটা, কাঠের বাতা দিয়ে এলোপাতাড়িভাবে পেটায় এবং সাথে থাকা  ২৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।

থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, আমি ঘটনার দিন নীলফামারিতে ছিলাম। এ বিষয়ে কিছুই জানি না। অভিযোগটি মিথ্যা।

ভুক্তভোগী আশরাফুল আলম বলেন, আমি মাথায় আঘাত পেয়েছি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। ঘটনার দিন চেয়ারম্যান উপস্থিত ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, মিলন চেয়ারম্যান উপস্থিত ছিল না তবে তার নির্দেশে হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

জেপি/নি-২৫/এমএইচ