সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আব্দুল্লাহ আল আমিন,রংপুর:

ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমনা পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।

একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। তাই চাকরি ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

গত বুধবার সকালে জেলা প্রশাসক রংপুর মোছা. শাহনাজ বেগম (ভারপ্রাপ্ত) এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার বা সমমনা পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১৪, ১৫ ও ১৬তম গ্রেড হতে ১০ম গ্রেডে অর্থাৎ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণায়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন-বৈষম্য দূরীকরণের অনুরোধ করে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় তাঁরা জানান, গ্রেড বৈষম্য নিয়ে দীর্ঘদিন থেকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বৈষম্য নিরসন না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় চার বছর মেয়াদের (পূর্বে তিন বছর মেয়াদি প্রকৌশল ডিপ্লোমা) সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় সার্ভেয়ার পদে কর্মরত। তাঁরা সরকারের সব উন্নয়নমূলক কাজের প্রাথমিক ধাপে সরাসরি ভূমিকা পালন করেন।

বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে তাদেরকে ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য সুপারিশ করা হয়েছে। আদালতের পক্ষ থেকেও সরকারের সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এখনো কোনো সুপারিশই বাস্তবায়িত হয়নি। তাই অনতিবিলম্বে চাকরিতে বৈষম্য দূর করে তাঁদের চাকরি ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান।

এসময় আকরাম হোসেন, আজাদ রহমান, আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল মিয়াসহ বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী পরিষদ, রংপুর জেলা শাখার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

জেপি/নি-১২/প