যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হামলা

প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়িতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের দুর্নীতি অনিয়মের প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  দুপুরে এই ঘটনা ঘটেছে কলেজের সামনে। গাইবান্ধার ফুলছড়িতে অবস্থিত ফুলছড়ি কলেজের অধ্যক্ষ এবং যুবলীগের সাধারণ সম্পাদক বলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম ও দুর্নীতির আখড়া গড়ে তোলেন। তার বিরুদ্ধে দুর্নীতি,লোক নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। শুধু তাই নয় ওই কলেজের আইসিটি শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের কারণে এলাকার লোকজন ও কলেজ শিক্ষক ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। দীর্ঘদিন এ অবস্থা চলার পর আজ গাইবান্ধার ফুলছড়ি কলেজের সামনে এলাকাবাসী দুর্নীতি বাজ কলেজ অধ্যক্ষ ও যুব লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের অপসারণ ও পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।

গাইবান্ধা-বালাসী সড়কে কলেজের সামনে মানববন্ধন শুরু হলে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বাধা দেয়। এসময় তারা ব্যানার কেড়ে নিয়ে বলে,আওয়ামী লীগ এখনো মরেনি বলে মানববন্ধনের আয়োজক ও উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন। পরে সাংবাদিকরা প্রতিবাদ জানালে এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে সাংবাদিকরা অধ্যক্ষ রোকনুজ্জামানে সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেন।

জেপি/নি-১২/প