প্রতিনিধি, গাইবান্ধা:
যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধার সাঘাটায় ২ জনকে বিচার বহির্ভূত হত্যার দায়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
গত ১০ সেপ্টেম্বর গাইবান্ধার সাঘাটায় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সহ ৫ জনকে আটক করে যৌথ বাহিনী। এসময় যৌথবাহিনীর হেফাজতে থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলাম মারা যায়। এ ঘটনার প্রতিবাদে সাঘাটার গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।
আজ বৃহস্পতিবার তারা এই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে সাঘাটার উলস্না বাজার এলাকায় এক কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন মিসেস তাহসিনা এ্যানী,সুজাউদৌলা সুজা, শামসুল আলম সহ অন্যরা। পরে শত শত নারী পুরুষ বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
বক্তারা বলেন,স্বাধীন দেশে বিচারের ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা যারা সন্তান ও স্বামী হাড়িয়েছি তারা চাই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন আর না হয়। আর এই দুটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হোক।
জেপি/নি-১২/প