সফিকুল ইসলাম বাদল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার শহীদ পরিবারের সাথে জামায়াতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এই মতবিনিময় আর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীনগরের শহীদ ৪ পরিবারকে আর্থিক অনুদানে প্রত্যেকটি পরিবারের জন্য দুই লাখ টাকা করে তুলে দেওয়া হয়। যারা শহীদ হয়েছেন তারা হলেন,উপজেলার ভিটি বিশারা গ্রামের মো: শামছুজ্জামান এর সন্তান জাহিদুজ্জামান তানভিন, উপজেলার বিটঘর গ্রামের মো. শফিকুল ইসলামের সন্তান তানজিল মাহমুদ সুজন, কৃঞ্চনগর গ্রামের মো: নান্নু মিয়ার সন্তান মো: কামরুল ইসলাম, থোল্লাকান্দি গ্রামের মমিন মিয়ার সন্তান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর জামায়েতের পৌর শাখা আমীর মু.মুখলেসুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর জামায়েতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ তার বক্তব্যে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থাসহ একটি শোষণহীন, বৈষম্যহীন, সৎ লোকের শাসন ব্যবস্থায় একটি সোনারবাংলা বিনির্মাণে দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর মোহাম্মদ গোলাম ফারুক, জেলা শাখার সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ ও কাজী ইয়াকুব আলী।

বক্তব্য রাখেন, এডভোকেট মোকবুল হোসেন, ডাক্তার সিরাজুল ইসলাম, মাওলানা আবু নছর, আতিকুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য শফিকুল ইসলাম, মো: নান্নু মিয়া প্রমুখ।

জেপি/নি-১২/এমএইচ