আব্দুল্লাহ আল আমিন, রংপুর:
রংপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে মো. আরিফ হোসেন, পেশায় অটো রিকশা চালক। অটো চালিয়ে কষ্টের ভিতরে দীর্ঘ ১৪ বছর যাবৎ এই জমিতে বাসা করে পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসছে। সেই বাড়ির সামনের চলাচল রাস্তা ব্যবহার করাকালীন একই এলাকার মোশারফ হোসেন, ময়না বেগম, মো. সম্রাট, সেকেন্দার আলী, পিন্টু, আলী, লিটন সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন এসে বাড়ি যাওয়ার রাস্তা বেআইনিভাবে প্রাচীর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল চত্বরে সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেন অসহায় অটো রিক্সা চালক আরিফ হোসেন।
এসময় তিনি বলেন, মোশারফকে আমি ওই চলাচলের রাস্তায় প্রাচীর দ্বারা বন্ধ করতে দেখতে পেয়ে তাকা বাধা দিলে তারা আমাকেসহ আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে অভিযোগ করলে তারা এ বিষয়ে কোন পদপক্ষেপ গ্রহণ করেননি।
আরিফ বলেন, বাড়ির চলাচলরত রাস্তাটি প্রাচীর দ্বারা নির্মাণ করার ফলে আমার ও পরিবারের লোকজনের কেনাকাটা, হাটবাজার যাওয়াসহ গবাদি পশু লালন পালনে, এবং শান্তিপূর্ণভাবে চলাচল করিতে বাধা গ্রস্থ হইয়া পড়িয়াছি এবং মানবেতর জীবনযাপন করছি। বাড়ির চলাচলের রাস্তাটির প্রাচীর অপসারণ পূর্বক স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে চলাচল করার সকলের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে মোশারফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেপি/নি-১১/প