মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। যার ফলে ফেসবুকের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে অনেকেই টেলিগ্রামও ব্যবহার করতে পারছেন না বলে জানা গেছে।
শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার পর হঠাৎ এমন সমস্যায় পড়েন তারা। তবে এই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে ফেসবুক স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা দুইটার পর তা চালু করা হয়।
জেপি/নি-২/প