এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূতকরণের জন্য সমঝোতা স্বারক সই করেছে পদ্মা ব্যাংক।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নরের উপস্থিতি দুই ব্যাংকের এমডি এমওইউ সই করেন। এ সময় দুই ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

গত ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈধকে দুই ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। একীভূতকরণের আগে কার্যকরের আগে সম্পদ মূল্যায়নের তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষা করানো হবে। সেই অনুযায়ী পদ্মা ব্যাংকের সম্পদ কত তা নিরূপণ হবে।

সম্প্রতি পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিজ সরাফত। এর পর থেকে ব্যাংকটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

দুর্বল ব্যাংক একীভূতকরার মাধ্যমে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

জেপি/নি-১৮/প