ধরুন কোন একদিন সকলে ঘুম থেকে উঠে দেখলেন আপনার শরীরের কিছু অংশে বিনা কারণে কালো কালো দাগ পড়েছে। মনে হচ্ছে যেন আঘাতের কারণে রক্ত জমাট বেধেছে। আবার অনেক সময় হালাকা একটু চোট পেতেই কালশিটে হয়ে গেল? তাহলে কিন্তু ভাবনার বিষয়। হতেই পারে এটি বড় কোন রোগের উপসর্গ।
চলুন জেনে নেয়া যাক ঠিক কী কী কারণে এমন ঘটতে পারে:
১. এমন কালশিটে পড়া কিন্তু হতে পারে ক্যান্সারের লক্ষণ। এ ধরনের চিহ্ন ব্লাড ক্যান্সার বা বোনম্যারো ক্যান্সারের লক্ষণ হতে পারে।
২. লিভার সিরোসিসের কারণেও এমন দাগ দেখা যায়। অতিরিক্ত মদ্যপানের কারণে সাধারণত এই অসুখ দেখা দেয়।
৩. শরীরে ভিটামিন সি বা ভিটামিন কে এর অভাবে ঘটলেও কালশিটে পড়ে। বিশেষ করে শরীরে ভিটামিন কে এর পরিমাণ বেশি কমে গেলে কালশিটে পড়ার প্রবণতা জন্মায় ।
৪. রক্ত যদি ঠিক মতো জমাট না বা বাধে সে ক্ষেত্রে কালশিটে দাগ পড়ে। এটি হিমোফিলিয়া জাতীয় রোগের লক্ষণ।
৫. অটোইমিউন রোগের ক্ষেত্রেও কালশিটে একটি উপসর্গ হতে পারে। এই প্রকার রোগ হলে দেহে রোগ প্রতিরোধ এতটাই কমে যায় যে, শরীর রোগ মোকাবিলা করতে পারে না।
জেপি/নি-১৮/প