দেশে ব্যবহৃত অবৈধ অবৈধ মোবাইল ফোন শীঘ্রই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।
রোববার ২১ জানুয়ারি স্পেকট্রাম বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সোহেল রানার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করা প্রতিটা মোবাইলে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ বা প্রদান নিশ্চিত করা অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে এনআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয়েছে। এর পাশাপাশি মোবাইল ফোন চুরিও অবৈধ ব্যবহার রোধ হবে।
তাই মোবাইল কেনার পূর্বে, আপনার মোবাইলটি নিবন্ধিত কিনা চেক করে নিন। মেসেজ অপশনে গিয়ে KYD ও ১৫ ডিজিটের EMI নাম্বার লিখে 16002 নম্বরে প্রেরণ করার মাধ্যমে ফোনের বৈধতা যাচাই করা যাবে।
এদিকে ১৬ জানুয়ারি দেশের অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জেপি/নি-২২/প