বাজারে নতুন নতুন ফোনের মডেল এলে অনেকে ফোন এক্সচেঞ্জ করেন বা পুরাতন ফোন বিক্রি করে নতুন ফোন ক্রয় করেন। তবে যারা  নিজের ব্যবহৃত ফোন বিক্রি করেন তাদের কিছু বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন।

তাই জেনে নিন পুরাতন ফোন বিক্রির আগে কি করবেন :-

১.ফোন বিক্রি করতে চাইলে আপনাকে প্রথমেই যেটি করতে হবে সেটা হলো আপনার ফোন থেকে প্রয়োজনীয় সব অ্যাকাউন্ট লগ আউট করতে হবে। যেমন যেমন জিমেইল, ফেসবুক, টুইটার, প্লে স্টোরসহ যেসব অ্যাপে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করেছিলেন তা তা লগ আউট করতে হবে।

২.অনেকেই ফোনে জায়গা বৃদ্ধি করার জন্য এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করেন। কিন্তু ফোন বিক্রি করার সময় অনেকেই তা খুলতে ভুলে যান। যা আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তাই অবশ্যই এক্সটার্নাল মেমোরি কার্ড ফোন বিক্রির আগে খুলে রাখবেন ।

৩.ফোন বিক্রি করার আগে অনেকেই নিজের চার্জ হিস্ট্রি ক্লিন করতে ভুলে যান। যেটা একদমই ঠিক নয়। তাই ফোন বিক্রির আগে ওয়েব ব্রাউজ সার্চ হিস্ট্রি কল লগ ইতিহাস সব বুঝে ফেলুন।

৪.এসব কাজ করার পর  অবশ্যই নিজের ফোনটি রিসেট করে বিক্রি করবেন। ফোনটা রিসিভ করলে ফোনটি একদম নতুনের মত হয়ে যাবে যার ফলে আপনার কোন ডেটা সেখানে আর থাকবেনা।

৫.সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে ব্যক্তির কাছে নিজের ফোনটি বিক্রি করবেন তার নাম পরিচয় ভালো মত জানা।

জেপি/নি-১৮/প