ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় এসেই ছুটে গেছেন সংগীতশিল্পী রাহুল আনন্দের বাসায়। গত কাল রাত পৌনে ১২টার দিকে তিনি উপস্থিত হন রাহুলের বাসায়। সেখানে তিনি রাহুলের গান শোনেন ও তার স্টুডিও ঘুরে দেখেন।

রাহুল আনন্দ সাংবাদিকদের জানান, ‘ফরাসি প্রেসিডেন্ট গানের মানুষ। এমানুয়েল ম্যাক্রোঁ গিটারিস্ট। গান নিয়ে আমার যে জগত সেটি দেখতে এসেছিলেন।আমি গর্ব অনুভব করছি। তাকে বাংলাদেশের মাটির গান ও সুর শুনিয়েছি।’

ফরাসি প্রেসিডেন্টের কাছ থেকে রাহুল কলম উপহার পেয়েছেন। ম্যাক্রোঁ তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, আমি যেন এ কলম দিয়ে গান ও কবিতা লিখি। একদিন উনি সেই গান শুনবেন।’ অন্যদিকে রাহুল ম্যাক্রোঁকে একটি ‘একতারা’ উপহার দিয়েছেন।

জেপি/নি-১১/প্লাবন