বিনোদন প্রতিবেদকঃ গ্রামের সাধারণ এক ফেরিওয়ালা আর রক্ষণশীল পরিবারের এক মেয়ের প্রেম কাহিনী নিয়ে রচিত হয়েছে নাটক ‘‘ প্রেমের ফেরিওয়ালা’’। গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটকটি আগামী বৃহস্পতিবার(৩১ আগষ্ট) দেখা যাবে জয় পাগল মাল্টিমিডিয়া(Joy Pagol Multimedia )ইউটিউব চ্যানেলে।
গল্পে দেখা যাবে, একজন ফেরিওয়ালার সঙ্গে গ্রামের এক রক্ষণশীল পরিবারের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।কিন্তু মিস্টি প্রেমের সেই সম্পর্কে বাধসাধে পরিবার ও সমাজ।শুরু হয় নানা দ্বন্দ্ব সংঘাত। তাদের প্রেম পরিণয়ে যাওয়ার আগেই ঘটে সমাপ্তি। প্রেম করার অপরাধে নির্মমভাবে জীবন দিতে হয় ফেরি ওয়ালাকে।প্রাণ যায় মেয়েটিরও।
প্রেমের ফেরিওয়ালা নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। প্রযোজনা করেছে জয় পাগল মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন মোহাম্মদ আলী মুরতজা পলাশ, ফারুক আহমেদ, মানুষী প্রকৃতি, সুষমা সরকার, জাভেদ গাজীসহ আরও অনেকেই।
নাটক সম্পর্কে অভিনেতা ফারুক আহমেদ বলেন-‘ নাটকটির প্রধান চরিত্রে অর্থাৎ ফেরিওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ আলী মুরতজা পলাশ।মানুষী প্রকৃতির সঙ্গে জুটি বেঁধে অসাধারণ অভিনয় করেছেন তিনি। নাটকের গল্পটাও অসাধারণ।বর্তমান সমাজেরই বাস্তব কাহিনী তুলে ধরা হয়েছে নাটকে। ফলে নাটকটি মানুষের কাছে গ্রহনযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একই সাথে নিয়মিত নতুন নতুন নাটক দেখতে জয় পাগল মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল(Joy Pagol Multimedia) সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানান খ্যতিমান অভিনেতা ফারুক আহমেদ।
জেপি/নি-২৭/ডেস্ক।