মুম্বাইয়ে শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’-এর সামনে সব সময় দেখা যায় ভক্তদের। কিন্তু এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ করেছে এক দল মানুষ। অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা মান্নাতের বাইরে জড়ো হন।
তবে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। হামলার আশঙ্কা থেকে শাহরুখের বাসভবনের সামনে বসেছে পুলিশি পাহাড়া। এ ঘটনায় ৪-৫ জনকে আটক করা হয়েছে।
অনটাচ ইউথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন এই বিক্ষোভ করে। তারা বলেন, ‘খ্যাতিমান সব অভিনেতারা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করেছে যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে।’
এদিকে বিশৃঙ্খলা এড়াতে তাই তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ এই গেমিং অ্যাপের মডেল হিসেবে গেমের প্রচার করতেও দেখা গিয়েছে শাহরুখকে। তার কারণেই মান্নাতের সামনে বিক্ষোভ করেছে সেই সংগঠনের সদস্যরা।
জেপি/নি-২৭/প্লাবন