বর্তমানে বাজারে স্মার্টফোনগুলোর ক্যামেরা কারো চেয়ে কারো কম নয় । তবে কেউ যদি বাজারে সেরা ক্যামেরা ফোনের নাম চিন্তা করেন তবে নিঃসন্দেহে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের নাম সবার উপরে থাকবে।
এবার নিজেদের আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন বাজারে আনছে। ২০২৩ সালে এস২৩ আলট্রাতে ২০০ মেগাপিক্সেল ক্যমেরা সেন্সর দিয়ে সবাইকে চমকে দিয়েছিল স্যামসাং। কিন্তু এবার শোনা যাচ্ছে ১ ইঞ্চি ৪৪০ মেগাপিক্সেলের উপর কাজ করছে তারা। এরই সঙ্গে ৩২০ মেগাপিক্সেলের উপর কাজ করছে এই টেক জায়েন্ট।
তবে কবে নাগাত এটি বাজরে আসবে তা এখনো জানায়নি তারা।
জেপি/নি-২২/প্লাবন