বাংলা সিনেমার অভিনয় জগতের অন্যতম এক লক্ষত্র ছিলেন নায়করাজ রাজ্জাক। ২০১৭ সালের ২১ আগস্ট এই দিনে সবাইকে ছেড়ে চিরবিদায় নিয়েছিলেন তিনি। তাই আজ তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবার ও শিল্পী সমিতির, প্রযোজক সমিতি ও অন্যান্য সদস্যরা তার স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করেছে আজ।
এ সময় তাঁর ছোট ছেলে সম্রাট বলেন, ‘আব্বার মৃত্যুবার্ষিকী স্মরণে রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। একই সময় বাসায় হবে মিলাদ ও দোয়া। দুপুরে আমন্ত্রীত অতিথিদের আম্মা নিজ হাতে খাওয়াবেন। আব্বার জন্য দোয়াটাই বড়। সকলের কাছে দোয়া চাই।’
নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। এরপর ১৯৬৪ সালে ঢাকায় এসে সিনেমায় জড়িয়ে পড়েন। নায়ক হিসেবে তাঁর প্রথম সিনেমা ‘বেহুলা’ মুক্তি পায় ১৯৬৭ সালে।
জেপি/নি-২১/প্লাবন