গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এরই সাথে ডেঙ্গুতে চলতি বছর মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়ালো। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৪৮০ জন।
সোমবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৯ জন। অন্য দিকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৪৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, এখনো পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৬ জনের মৃত্যু হয়েছে।
জেপি/নি-১৪/এমএইচ