দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে দেশে ঢুকছে পেঁয়াজ। আমদানি বৃদ্ধি পাওয়ার ফলে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে বাজার ঘুরে জানা যায়, পাইকারি বাজারে ইন্দো জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭ থেকে ২৮ টাকা দরে। এ ছাড়া নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।
কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বৃদ্ধি পেয়েছে, দাম আরো কমে আসবে।
ভোক্তা সাধারণ যেন স্বল্পমূল্যে পেঁয়াজ কিনতে পারে, সে জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
বর্তমানে হিলি দিয়ে ১৫০ থেকে ২০০ ডলারে পেঁয়াজ আমদানি হচ্ছে। গত সাত দিনে এই বন্দর দিয়ে ১০ হাজার ১২৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।
জেপি/নি-৬/এমএইচ