নিজস্ব প্রতিবেদক:
হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামী মারা গেছেন প্রায় বিশ বছর ধরে। দুই ছেলে নিয়ে সাহিদা বেগমের (৬০) কস্টের সংসার। বড় ছেলে মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন আগে ছোট ছেলের পা ভেঙ্গেছে সড়ক দুর্ঘটনায়।ধার দেনা করে চাষাবাদ করলেও, জমির পাকা ধান কাটার সামর্থ্য ছিলো না সাহিদার।
মানিকগঞ্জের হরিরামপুরের অসহায় এই নারীর ধান কেটে মাড়াই করে দিলো বাংলাদেশ ছাত্রলীগ।মঙ্গলবার(১৬ মে) দুপুরে এই ধানকাটার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। নেতাকর্মীদের নিয়ে ধান কাটার খেতের পাশেই মাড়াই করা হয়।এরপর সেই ধান বিধবা সাহিদা বেগমের বাড়িতে পৌছে দেয়া হয়।
সাহিদা বেগম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা তার জমিতে ধান কেটে না দিলে তার পক্ষে কোনোভাবেই এবার ধান ঘরে তোলা সম্ভব ছিলো না। এই দুঃসময়ে তাকে সহযোগিতা করায় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগ শুধু ধান কেটে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, ছাত্রলীগ বিভিন্ন সংকটের সময়ে মানুষের পাশে থাকে। করোনার মতো মহামারী সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলো। করোনার সময়ে যখন মানুষের লাশ দাফন করার লোক পাচ্ছিলোনা তখন বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছিলো। সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় মোখায় উপকূলীয় জেলা ও উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ মানুষকে নিরাপদ স্থানে পৌছে দিয়েছেন। মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন ও উপ প্রচার সম্পাদক রায়হান রনি, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লূৎফর রহমান সহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
জেপি/নি-১৬ মে/প্রতিনিধি