জেপি নিউজ২৪ ডটকম: 

ফরিদপুরের বাখুন্ডায় জোবায়দা করিম জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মিলের চারটি শেডই পুড়ে গেছে। 

রবিবার (১৪ মে) বিকাল পৌনে ৪টার দিকে দক্ষিণ-পশ্চিম কোণার এক নম্বর শেড থেকে আগুনের সূত্রপাত হয়। 

ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে বলে ধারণা করা হচ্ছে। জোবায়দা করিম জুট মিল এ অঞ্চলের একটি বড় পাটজাত পণ্য প্রক্রিয়া করার কারখানা। এখানে পাট থেকে সূতা ও চটজাত মালামাল উৎপাদন করা হয়। মোট চারটি শেডে পাট প্রক্রিয়াজাত করাসহ সূতা ও চটজাত পণ্য উৎপাদন করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিল শ্রমিক ফজলু মিয়া (৫০) বলেন, বিকাল পৌনে ৪টার দিকে দক্ষিণ পশ্চিম দিকে পাট প্রক্রিয়া করার প্রথম শেড থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে সবকটি শেডে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এখনও বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন পুরোপুরি নেভার পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

জেপি নিউজ২৪ ডটকম/ডেস্ক