জেপিনিউজ২৪ডটকম:

রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকা দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। অন্য এলাকা গুলোর উপর দিয়ে মৃদু ও মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। একারণে বেড়েছে গরম। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে ইসলাম ধর্মে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ার রীতি রয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আফতাবনগর খেলার মাঠে বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে মুসল্লিদের সঙ্গে নিয়ে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

সোমাবার সকালে আফতাবনগর এল ব্লক খেলার মাঠে এই নামাজে ইমামতি করেন মাওলানা আহমাদুল্লাহ। ইসতিসকার নামাজ পড়েতে এসময় আফতাবনগর মাঠে আসেন শতাধিক মুসুল্লি। নামাজ শেষে তিনি গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

রবিবার রাতে ইসতিসকার নামাজের আয়োজনের ঘোষণা দেন মাওলানা আহমাদুল্লাহ। তিনি বলেন, গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইসতিসকার সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.) এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। সবাইকে নিজ নিজ এলাকায় ইসতিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।

নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

জেপিনিউজ২৪ ডটকম/শ