জেপি নিউজ ২৪ ডটকমঃ

জেপি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও জমদুয়ারা ওয়াসিয়া দরবার শরীফের পীর হাসিবুল হাসান পলক বলেছেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে। একজন ভাল  মানুষ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই ছেলে মেয়েদের মানবিক গুনাবলী অর্জন করতে হবে।

বৃহস্পতিবার(২ মার্চ) দুপুরে  শিবালয় উপজেলার জমদুয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক  ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।এসময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো  ও শিক্ষার মানন্নয়নের জন্য প্রতিশ্রুতি দেন এবং নগদ অর্থ প্র্রদান করেন।

অনুষ্ঠানে জমদুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেপি নিউজ ২৪ ডট কমের সম্পাদক বি.এম খোরশেদ, নির্বাহী সম্পাদক মো. মারুফ হোসেন, তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর, বিশিষ্ট সমাজ সেবক সামসুল আলম, ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতোয়ার রহমানসহ প্রমুখ।

 প্রধান অতিথির বক্তব্যে  তিনি আরো বলেন, এই বিদ্যালয়ে আমার বাবা আবু হেলাল আল- ওয়াসিয়া আমৃত্যু পর্য়ন্ত শিক্ষকতা করেছেন। এই অঞ্চলের শিক্ষার একমাত্র আতুর ঘর হিসাবে পরিচিত বিদ্যালয়টি শিক্ষার মানের দিকে সবার নজর দিতে হবে।  যে কোন সমস্যা  হলে জেপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ সাহেবের সাথে আলোচনা করে সহায়তার করা হবে।

জেপি নিউজের সম্পাদক বিএম খোরশেদ এসময় বলেন, জেপি গ্রুপ উপজেলায় শিক্ষার বিষয়ে ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য সরকারের পাশাপাশি পাশে থাকবে। আর জেপি নিউজে শিক্ষার বিষয়ে নানা সমস্যা ও সমাধান গুরুত্ব দিয়ে তুলে আনবে। 

আলোচনা সভা শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেপি/নি-৩ মার্চ/প্রতিনিধি