বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিমের ৪৭ বলে ৬০ রানের ইনিংসে ভর করে রংপুর রাইডার্সকে ৯ উইকেট আর ১০ বল হাতে রেখে হারিয়েছে খুলনা।

চার ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠেছে খুলনা। এই ম্যাচে হেরে যাওয়া রংপুর চার ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

খুলনার বোলাররাই অবশ্য কাজটা সহজ করে দিয়েছিলেন। দুই পাকিস্তানি ওয়াহাব রিয়াজ আর আমাদ ভাটের আগুনঝরা বোলিংয়ে পুরো ২০ ওভার খেলে ১২৯ রানে অলআউট হয় রংপুর। ৩৪ বলে ২টি করে চার-ছক্কায় ৩৮ রান করেন শেখ মেহেদি। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৫।

রনি তালুকদার (০), নাইম শেখ (৯ বলে ১৩), শোয়েব মালিক (১৪ বলে ৯), শামীম পাটোয়ারী (৯ বলে ৪), মোহাম্মদ নওয়াজ (১১ বলে ৫)-কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।

ওয়াহাব রিয়াজ ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় একাই নেন ৪ উইকেট। ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন আরেক পাকিস্তানি আমাদ ভাট।

জবাবে ওপেনার মুনিম শাহরিয়ার ২১ বলে ২১ করে ফিরলেও এরপর তামিম শক্ত হালে হাল ধরে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। ৪৭ বলে গড়া তার ৬০ রানের হার না মানা ইনিংসে ৪টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মার। ৪২ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়।